ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ১৫ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ১৫  ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় নিহত ১৫

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের চাসিভ ইয়ার শহরের একটি পাঁচতলা ভবনে রকেট হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ( ০৯ জুলাই) এ হামলা চালানো হয়।

 ইউক্রেনের জরুরি সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম পোস্টকে বলেন, চাসিভ ইয়ার শহরে শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে ৩৬ জনের মতো মানুষ আটকে থাকতে পারে।

পাভলো কিরিলেনকো জানান, ধ্বংসস্তূপের নিচে থাকা দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে উদ্ধারকারীরা।  

ইউক্রেনের জরুরি সংস্থার স্থানীয় শাখা ফেসবুকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  
 
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।