ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৩  রুশ শহরে হামলা

রাশিয়ার বেলগোরোদ শহরে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য আবাসিক ভবন।

শহরটি ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থিতি।  স্থানীয় গভর্নরের বরাত দিয়ে রোববার (০৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, হামলায় ১১টি অ্যাপার্টমেন্ট এবং ৩৯টি ব্যক্তিগত বাড়ি ধ্বংস হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে বেলগোরোদ শহর অবস্থিত।    

রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই ক্লিশাস এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। রুশ সামরিক বাহিনীকে এর পাল্টা প্রতিক্রিয়া দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।  

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। সম্প্রতি দনবাস অঞ্চলের লুহানস্কের অন্যতম শহর লিসিশানস্ক নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এর পরপরই রুশ শহরে হামলার ঘটনা ঘটল।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘন্টা, জুলাই ০৩, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।