ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জাপানে সমকামী বিয়ে অবৈধ, আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ২০, ২০২২
জাপানে সমকামী বিয়ে অবৈধ, আদালতের রায় প্রতীকী ছবি

সমকামীদের বিয়েতে দেওয়া নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়। জাপানের ওসাকার একটি জেলা আদালত এ রায় দিয়েছেন।

 

এই রায়কে দেশটির এলজিবিটিকিউ অধিকার কর্মীদের প্রত্যাশায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ রায়ের মাধ্যমে জি-সেভেনভুক্ত দেশের সদস্য হিসেবে একমাত্র জাপানই সমলিঙ্গের বিয়েকে অবৈধ ঘোষণা করল।  

এর আগে ২০২১ সালের মার্চে দেশটির স্যাপ্পোরো শহরের একটি আদালতের রায়ে বলা হয়, সমকামী বিয়েকে অনুমোদন না দেওয়া অসাংবিধানিক। এরপর অধিকার কর্মীরা আশা করেছিল সেই রায় কেন্দ্রীয় সরকারের ওপর সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার ব্যাপারে চাপ তৈরি করবে। কিন্তু সোমবারের রায়ে সেই আশা ভেস্তে গেল।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন সমকামী দম্পতি ওসাকার জেলা আদালতে এই ব্যাপারে একটি মামলা করেছিলেন।  এটি ছিল জাপানের এই সংক্রান্ত দ্বিতীয় কোনো ঘটনা। সমকামী হিসেবে বিয়ে করতে না দেওয়া অসাংবিধানিক দাবি করে প্রতিটি দম্পতি এক মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণও চেয়েছিল। আদালত তাদের ক্ষতিপূরণের দাবিও প্রত্যাখ্যান করেছেন।  

এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাপানের এলজিবিটিকিউ অধিকার কর্মীরা। টোকিওর একজন এলজিবিটিকিউ কর্মী রয়টার্সকে বলেন, এই রায়ে আমরা হতাশ।

সূত্র: বিবিসি 

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ২০, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।