ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১৮, ২০২২
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে রকেট ছোড়ার জবাবে এই বিমান হামলা হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গাজার কৃষি এলাকায় হামলা চালালেও দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালনো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্য আলজাজিরা ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে বলেছে, স্থানীয় সময় শনিবার গাজায় কৃষিজমিতে বিমান হামলা করে ইসরায়েলি বাহিনী।

গত শুক্রবার ইসরায়েলি সেনারা পশ্চিমতীরের জেনিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই ব্যক্তিরা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলি সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে। সেই সময় ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছিল।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।