ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যে কারণে সপ্তাহে ৩ দিন ছুটি পাচ্ছেন শ্রীলঙ্কার সরকারি কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
যে কারণে সপ্তাহে ৩ দিন  ছুটি পাচ্ছেন শ্রীলঙ্কার সরকারি কর্মীরা শ্রীলঙ্কার সরকারি অফিস

অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করা হয়েছে । শ্রীলঙ্কা সরকার চায়, এ সময়ে সরকারি কর্মীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন।

 এটি দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে।

আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

 শ্রীলঙ্কা সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রোববার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন। এই একদিনের জন্য তাদের বেতন দেওয়া হবে।

তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

 শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে।  শ্রীলঙ্কায় সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ।

 বৈদেশিক মুদ্রার সঙ্কটের জেরে সরকার ইতোমধ্যেই খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা।

 শ্রীলঙ্কায় সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে। বর্তমান সঙ্কট সামাল দেওয়ার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে।  

 বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।