ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুন ৯, ২০২২
চীনে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু চীনে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

চীনের হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

এএফপির প্রতিবেদনে বলা হয়,গত ১ জুন হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এখন পর্যন্ত প্রায় প্রদেশটি ২ হাজার ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে দুই লাখ ৮৬ হাজার মানুষ। তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  

হুনান প্রদেশের কর্মকর্তা লি দাজিয়ান বলেন, এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।  
 
বৃহস্পতিবার(০৯ জুন) একটি বিবৃতিতে হুনান প্রদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়,  ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।  

স্থানীয় কর্তৃপক্ষ  জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হুনান প্রদেশের ১৭ লাখ ৯০ হাজার মানুষ।  

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যা সাধারণ ঘটনা। এ অঞ্চলগুলোতে গ্রীষ্ম মৌসুমে ভারী বৃষ্টিপাত হয়। গত বছর চীনের মধ্যাঞ্চলে বন্যায় তিন শতাধিক মানুষ নিহত হন।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুন ০৯,২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।