ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে ট্রেন লাইনচ্যুত, ২১ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ৮, ২০২২
ইরানে ট্রেন লাইনচ্যুত, ২১ যাত্রীর মৃত্যু

ইরানের পূর্বাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (০৮ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ৩৪৮ যাত্রী নিয়ে তাবাস থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকা মাশহাদ ও ইয়াজদ শহরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ন্যাশনাল রেসকিউ সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, একটি খননকারী যন্ত্রের সঙ্গে সংঘর্ষ হলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।

তাবাসের গভর্নর আলি আকবার রাহিমি জানিয়েছেন, সাতটা বগির মধ্যে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদ সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনার পর তিনটি হেলিকপ্টার ও ২৪টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

২০০৪ সালে ইরানের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। পেট্রোল, সার ও তুলা বোঝাই একটি ট্রেন উত্তর-পূর্বাঞ্চলীয় শহর নেশাবুরের কাছে বিধ্বস্ত হয়ে ৩২০ জনের মৃত্যু।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।