ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলা, নিহত ৫০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ৬, ২০২২
নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলা, নিহত ৫০  নাইজেরিয়ায় গির্জায় হামলা

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৫ জুন) এই হামলার ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।  

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  
 
স্থানীয় এমপি ওগুনমোলাসুয়ি ওলুওলে গণমাধ্যমকে জানিয়েছেন, ওন্ডো প্রদেশের ওউয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে রোববার প্রার্থনার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। এ সময় একাধিক বন্দুকধারী গির্জায় গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।  
যদিও গুলিতে ঠিক কতজন নিহত হয়েছেন, সরকারিভাবে তা এখনো জানানো হয়নি। এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।  

এ ঘটনায় শোক প্রকাশ করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। এক শোকবার্তায় তিনি বলেন, নাইজেরিয়া কখনো খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।

ওন্ডো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এ হামলা কিনা তা স্পষ্ট নয়। পুলিশ এ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ০৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।