ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিউবায় হোটেলে বিষ্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, মে ৭, ২০২২
কিউবায় হোটেলে বিষ্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু

কিউবার রাজধানী হাভানার হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

স্থানীয় স্বাস্থ্য তর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক টুইটে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা

স্থানীয় সময় শুক্রবার (৬ মে) বিকেলে একাধিক টুইট বার্তায় প্রেসিডেন্সি জানিয়েছে যে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে হোটেলের গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে জানানো হয়েছিল বিস্ফোরণের পর ১৩ জন নিখোঁজ রয়েছেন।

কিউবার কমিউনিস্ট পার্টির অফিসিয়াল দৈনিক গ্রানমা বিষ্ফোরণের পর যেসব ছবি প্রকাশ করেছে তাতে দেখায় যার বহুতল হোটেলটির দেয়াল বিস্ফোরণে উড়ে গেছে বলে মনে হচ্ছে।

হাভানা শহরের কেন্দ্রে অবস্থিত সারাতোগা হোটেলটি সবচেয়ে জনপ্রিয়। বিষ্ফোরণের পর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ০৭ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।