ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শ্রীলঙ্কা ছেড়েছেন নিরুপমা রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
শ্রীলঙ্কা ছেড়েছেন নিরুপমা রাজাপক্ষে

শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপক্ষে দেশ ছেড়েছেন। বুধবার দিবাগত রাতে তিনি দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়ে চলে যান।

সিলন টুডের বিমানবন্দর সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত ১০টা ২৫ মিনিটে কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করেন নিরুপমা রাজাপক্ষে।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের চাচাতো বোন নিরুপমা রাজাপক্ষে। তিনি ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বিষয়ক উপমন্ত্রী ছিলেন।

প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারি নামে পরিচিত অর্থপাচারের গোপন নথিতে বিভিন্ন দেশের যেসব নেতার নাম ছিল, নিরুপমা রাজাপক্ষে তাদের একজন।

সূত্র: সিলন টুডে

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।