ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা

ইউক্রেনে আক্রমণের পর জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলনা করা হচ্ছে। হিটলারের নামের সঙ্গে মিলিয়ে পুতিনকে ‘পুটলার’ আখ্যা দিচ্ছেন রুশ আন্দোলনকারীরা।

 

রোববার (২৭ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে মস্কোর নিয়ন্ত্রণে থাকা চেক প্রজাতন্ত্রের রাজধানী গ্রাগে বিশাল বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার রুশ নাগরিক। তারা পুতিনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।  

পুতিনের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন। এই কর্মসূচিতে এক তরুণীর হাতে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘স্টপ পুটলার’। সেই লেখার পাশে হিটলারের গোঁফের মতো করে পুতিনের গোঁফ লাগানো একটি ছবিও ছিল।  

জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার হত্যা করেন লাখ লাখ মানুষকে। যুদ্ধবাজ হিসেবে কুখ্যাতি পান সারা দুনিয়ায়। ভ্লাদিমির পুতিনকে এখন অনেকেই তুলনা করছেন হিটলারের সঙ্গে।

বিক্ষোভকারীদের অনেকের প্ল্যাকার্ডে খেলা ছিল, ‘পুতিন, তুমি জাহান্নামে যাও’ ও ‘থামো পুতিন, যুদ্ধ থামাও’।  

বিক্ষোভকারীরা রক্তের প্রতীক হিসেবে লাল রং ছিটিয়ে পুতিনবিরোধী বিক্ষোভে অংশ নেন। রাশিয়ার দূতাবাসে তারা এই রং ছেটান।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।