ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রুশ মেজর জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
ইউক্রেন যুদ্ধে রুশ মেজর জেনারেল নিহত রুশ মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর শনিবার (১১ মার্চ) যুদ্ধ গড়িয়েছে ১৭তম দিনে। রুশ সেনাদের ঠেকাতে সাধ্যমতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

এই লড়াইয়ে ইউক্রেন সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসামরিক লোকজন।  

যুদ্ধে বহু হতাহত হয়েছে। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো ইউক্রেন। এমন পরিস্থিতিতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে পাশের দেশগুলোতে অন্তত ২৫ লাখ মানুষ শরণার্থী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে ইউক্রেন সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

তার নাম মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ। তিনি ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর জানান।

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ঠিক কোন পরিস্থিতিতে নিহত হয়েছেন, তা জানা যায়নি। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।  

ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত আরও দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হয়তো এই যে, তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।