ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীকে অন্যের সঙ্গে ‘শারীরিক সম্পর্কে’ বাধ্য করায় স্বামী গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, জানুয়ারি ১০, ২০২২
স্ত্রীকে অন্যের সঙ্গে ‘শারীরিক সম্পর্কে’ বাধ্য করায় স্বামী গ্রেফতার  প্রতীকী ছবি

সঙ্গী বদলাতে বাধ্য করার ঘটনায় জড়িত সন্দেহে ভারতে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৯ জানুয়ারি) ওই চক্রের সাতজনকে কেরালার কারুকাচল, কোট্টায়াম, আলাপুজা ও এরনাকুলাম থেকে গ্রেফতার করা হয় বলে জানায় এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়, পুলিশের কাছে এক নারী অভিযোগ করেন, তাকে অন্য পুরুষের সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’ করতে বাধ্য করছেন তার স্বামী। এমন অভিযোগের পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে চক্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে ওই নারীর স্বামীসহ সাতজনকে গ্রেফতার করা হয়।  

ওই চক্রটি একে অপরের সঙ্গে যোগাযোগ করত টেলিগ্রাম ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে। তাদের ওই চ্যাটিং গ্রুপের হাজার হাজার সদস্য রয়েছে। তাই পুলিশ এ বিষয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।  

পুলিশ জানায়, গ্রেফতার সাতজনকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, ওই নারীর স্বামী তাকে জোরপূর্বক অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক করাতেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।