ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শুদ্ধি অভিযানে বরখাস্ত ২,৫০০ তালেবান সদস্য 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
শুদ্ধি অভিযানে বরখাস্ত ২,৫০০ তালেবান সদস্য  প্রতীকী ছবি

নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি জনকে বরখাস্ত করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। তাদের মধ্যে অনেককে আটক করা হয়েছে।

 

এই শুদ্ধি অভিযানে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

রোববার (৯ জানুয়ারি) তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি কাবুলে বলেন, এই কমিশনের কাজ শুরুর পর এখন পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ২ হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত বা আটক করা হয়েছে।

কী অভিযোগে তাদের শনাক্ত করা হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেওয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অভিযোগ পর্যালোচনা করেই তালেবান সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে। এরপর তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেই সরকারই এখন দেশ চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ