ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় সেনাবাহিনীর গুলিতে ১৮ বামপন্থী বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
কলম্বিয়ায় সেনাবাহিনীর গুলিতে ১৮ বামপন্থী বিদ্রোহী নিহত

বোগোতা: কলম্বিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে রোববার বামপন্থী ফার্ক বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছেন। ইকুয়েডরের সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রদ্রিগো রিভেরা জানান।



রদ্রিগো রিভেরা বলেন, ‘অভিযান চলছে। আমি আপনাদের জানাচ্ছি, ফার্ক সন্ত্রাসী দলের ১৮ সদস্য নিহত হয়েছে। ’

রোববার ভোরের দিকে কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রিভেরা এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। গত ১০ সেপ্টেম্বর এই স্থানে ফার্কের সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এর আগে শনিবার, দণিপশ্চিমাঞ্চলে তুলুয়ায় ফার্ক দলের সঙ্গে সংঘর্ষে দুইজন সেনাসদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে র্ফাক গঠিত হয়। দলটির বিদ্রোহী সদস্য সংখ্যা আট হাজার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ