ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ ভূমিকম্প হয়। খবর সিএনএন।
পর্যবেক্ষকেরা ভূমিকম্পের পর বিপজ্জনক সুনামি ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছেন।
এ বিষয়ে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে ১ হাজার কিলোমিটার উপকূল জুড়ে বিপজ্জনক ঢেউ তৈরির আশঙ্কা রয়েছে।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটির পরিচিতি রয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯.১ মাত্রার এক ভূমিকম্প ও এরপরের সুনামিতে এ অঞ্চলজুড়ে দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেডএ
#JustIn | 7.6-magnitude #earthquake strikes #Indonesia; could cause hazardous tsunami waves: Pacific Tsunami Warning Center
— Ishfaq Malik (@Realishfaq95) December 14, 2021
?
(AFP News Agency)#Indonesia pic.twitter.com/RtsIhk7Xj6