ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আল-আকসার পাশের কবরস্থান গুঁড়িয়ে দিলো ইসরায়েল 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
আল-আকসার পাশের কবরস্থান গুঁড়িয়ে দিলো ইসরায়েল 

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত অনেক ফিলিস্তিনিকে কবর দেওয়া হয়েছিল আল-ইউসুফিয়া কবরস্থানে। মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশে থাকা ওই কবরস্থানটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

সোমবার (১১ অক্টোবর) পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, কবরস্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ করলে ইসরায়েল সেনারা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। তাদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির একজন সদস্যও রয়েছেন।

ধ্বংসযজ্ঞের সময় কবর থেকে মানুষের হাড় বের হতে দেখে ফিলিস্তিনিরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরে কবরস্থান থেকে হাড় কুড়িয়ে অন্যত্র সমাহিত করেছেন অনেক ফিলিস্তিনি।  

প্রসঙ্গত, ১৯৪৮ ও ১৯৬৭ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেসব ফিলিস্তিনি নিহত হন তাদের কবর দেওয়া হয়েছিল আল-ইউসুফিয়া নামের মুসলমানদের বহু পুরোনো ওই কবরস্থানে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।