ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কুমির বাঁচাতে থেমে গেল ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
কুমির বাঁচাতে থেমে গেল ট্রেন প্রতীকী ছবি।

রাত তখন তিনটা। অন্ধকারের বুক চিরে গন্তব্যের দিকে ছুটছে ভারতের রাজধানী এক্সপ্রেস।

কিন্তু হঠাৎ করেই চালক খবর পান, রেললাইনে পড়ে আছে একটি কুমির। এরপর আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি তিনি। প্রাণীটিকে বাঁচাতে থামিয়ে দেন ট্রেন।

গত ১৪ সেপ্টেম্বর গুজরাতের কাজরন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে ভাদোদরা-মুম্বই রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করানো হয়। কমপক্ষে ২০ মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। এ সময় রাজধানীর পেছনে থাকা আরও একাধিক ট্রেন দাঁড়িয়ে যায়।

খবর পেয়ে পশুপ্রেমী সংস্থার কর্মীরা গিয়ে কুমিরটি উদ্ধার করেন। প্রাণীটি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল।

পশুপ্রেমী সংস্থার কর্ণধার নেহা পটেল জানান, কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগেছে কুমিরটির। ব্যাপক রক্তক্ষরণও হয়েছে। মাথা, পিঠ ও লেজের দিকে আঘাতের চিহ্ন ছিল।

তবে রেললাইন থেকে কুমিরটি সরিয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বনদফতরের ধারণা, অতিবৃষ্টির জেরে  কুমিরটি রেললাইনে উঠে এসেছিল।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ