ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিচার চায় উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
যুক্তরাষ্ট্রের বিচার চায় উত্তর কোরিয়া

আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের চালানোয় তাদের বিচারের দাবি করেছে উত্তর কোরিয়া। তাদের দাবি সন্ত্রাসীদের দমনের নামে দীর্ঘ ২০ বছর ধরে দেশটিতে দখলদারিত্ব কায়েম করেছে এবং অপরাধযজ্ঞ চালিয়েছে মার্কিন সেনারা ।

 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ১২ সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে গণভাবে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালানোর জন্য দায়ী যুক্তরাষ্ট্রের মূল ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।  

বিবৃতিতে আরও বলা হয়, ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষার ধোয়া তুলে আমেরিকা বিশ্বের বিভিন্ন অংশে এই ধরনের হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। নীরিহ নারী-শিশু ও সাধারণ নাগরিকরাও তাদের তাদের হামলা থেকে রক্ষা পায়নি।  


বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।