ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বন্যার পর এবার চীনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
বন্যার পর এবার চীনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চীনে গত কয়েক দিনের প্রবল বর্ষণের পর এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব চীনে রোববারই (২৫ জুলাই) আছড়ে পড়তে চলেছে ‘ইন-ফা’ নামের শক্তিশালী ঘূর্ণিঝড়টি।

ইন-ফা-র পাশাপাশি ‘নেপার্টাক’ নামের আরও এক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন শক্তি সঞ্চয় করছে। এর প্রভাব জাপানের মূল ভূখণ্ডে পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এর মধ্যে গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। তাই এই ঘূর্ণিঝড়ের প্রভাব টোকিও এবং গেমসের আসরে কতটা পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

এর আগে, গত চার দিন ধরেই দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে চীনে। এর জেরে দেশের পূর্বাংশের অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চীনের ঝেংঝউ-সহ মোট ২২টি শহর এখন বন্যার কবলে। ইতোমধ্যেই ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অনেক জায়গাতেই আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে। বন্যার ফলে সুপেয় পানির সমস্যাও এখন চরমে দেখা দিয়েছে। ঝেংঝউ শহরেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৬০ বছরে এমন বৃষ্টিপাত চীনে হয়নি।

সূত্র : সিএনএন ও নিউজ ১৮

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।