ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার  

বিশ্বের ভ্রমণকারীদের অন্যতম পছন্দের জায়গা ফ্রান্সের আইফেল টাওয়ার। প্রতি বছর লাখ লাখ পর্যটক যেখানে যান আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে আর টাওয়ারকে পেছনে রেখে ছবি তুলতে।

কিন্তু মহামারি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় আইফেল টাওয়ারও।  

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ফ্রান্সে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার।  বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত লম্বা সময় ধরে বন্ধ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জনপ্রিয় এই স্থাপনা।

আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি।  
স্বাভাবিক সময়ের চেয়ে দিনে অর্ধেক দর্শনার্থীর সুযোগ হবে টাওয়ার দেখার। আগে দিনে প্রায় ৩০ হাজার দর্শনার্থী যেতে পারলেও এখন এই সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে।  
তবে ফ্রান্স সরকারের জারি করা বিধি অনুযায়ী, আইফেল টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের করোনার টিকা গ্রহণের সনদ বা নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১ 
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।