ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

টানা ১০ দিন ধরে হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
টানা ১০ দিন ধরে হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

ক্রমাগত হেঁচিকি ওঠায় প্রাণ ওষ্ঠাগত ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর। এক দুই দিন নয়, একেবারে টানা দশ দিন।

অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

৬৬ বছর বয়সী এই প্রেসিডেন্টের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে তার অফিস জানিয়েছে।  

বুধবার তাকে প্রথম নিয়ে যাওয়া হয় দেশের একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে।

জানা গেছে, গত ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠছে প্রেসিডেন্টের। দাঁতের একটি চিকিৎসার পরেই তার এই সমস্যা শুরু হয়। চিকিৎসকরা ধারণা করছেন, তার পাকস্থলীতে একটি ব্লক আছে। তার পেট ব্যথাও আছে বলে জানা গেছে।  

২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে। এরপর থেকে আর পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি উগ্র ডানপন্থী এই নেতা।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।