ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

৩০ রুপিতেই কোটিপতি! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
৩০ রুপিতেই কোটিপতি! 

জীবনে একটাও লটারি কেনেননি এমন লোক কমই রয়েছে। তবে লাখো লোকের মাঝে ভাগ্য কিন্তু সেই এক-দু’জনেরই সহায় হয়।

যেমন এবার ভাগ্য ফিরেছে লটারি টিকিট বিক্রেতা রামকৃষ্ণ দাসের।  

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের লটারি টিকিট বিক্রেতা রামকৃষ্ণ দাস সোমবার মাত্র ৩০ রুপি বাংলাদেশের মাত্র ৩৫ টাকারও কমে নিজের জন্যই একটি টিকিট কেনেন। আর তাতেই জিতে যান এক কোটি টাকা।  

রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া রামকৃষ্ণ বলেন, প্রতিদিনই দোকানে আসা মানুষজনকে বলি, আপনার ভাগ্য পরীক্ষা করুন। তবে এবার এক ধাক্কায় নিজেরই ভাগ্যবদল হয়ে গেছে। সোমবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ মনে হয়েছিল একটা লটারির টিকিট কিনি। তাই ওই টিকিটটা কিনেছিলাম। সোমবার রাতেই রামকৃষ্ণ জানতে পারেন, খামখেয়ালের বশে কেনা সে টিকিটেই তিনি কোটিপতি।  
এই খবরে অভাবের সংসারে খুশির ঢল নেমেছে। সরকারি খাস জমিতে বাড়ি করে পাঁচ ভাই, দুইবোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে থাকেন ৫০ বছর বয়সের রামকৃষ্ণ।

এবার তো ভাগ্য বদল হলো, এবার একটা ভালো বাড়ি করা হবে, শোধ হবে লাখ রুপির ঋণ।  

রামকৃষ্ণের ইচ্ছা লটারির ব্যবসা ছেড়ে একটা নতুন টোটো কেনার আর সেই টোটো চালিয়েই সংসার চালানোর।  


বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।