ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে টানা ৪ দিন কমে ফের বাড়লো করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, জুন ১৮, ২০২১
ভারতে টানা ৪ দিন কমে ফের বাড়লো করোনায় মৃত্যু

লকডাউন ও ব্যাপক টিকাকরণের সুফল পেতে শুরু করেছে প্রতিবেশী দেশ ভারত। করোনায় ধুঁকতে থাকা দেশটিতে গত চারদিন নিম্নমুখী ছিল মৃত্যুর সংখ্যা।

যদিও গত ২৪ ঘণ্টায় সেটা আবার কিছুটা বেড়েছে। এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। শনাক্ত ৬২ হাজারের বেশি।

শুক্রবার (১৮ জুন) সকালে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

গত চারদিন দেড় হাজারের নিচে ছিল মৃত্যু। ১৭ জুন সেটা ১৩১০ জনে নেমে আসে। একদিন বাদেই সেটা আবার বেড়ে গেল প্রায় ৩শ জন।

অপরদিকে শনাক্ত গত কয়েকদিন ৬২ হাজারেই আটকে আছে। এটা ভালো লক্ষণ, অন্তত বাড়ছে না।

সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জনের। আর মোট শনাক্ত ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।