ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মোট মৃত্যু সোয়া ৩৫ লাখ, আক্রান্ত ১৭ কোটি ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ২৮, ২০২১
বিশ্বে করোনায় মোট মৃত্যু সোয়া ৩৫ লাখ, আক্রান্ত ১৭ কোটি ছুঁই ছুঁই

ঢাকা: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১১ হাজার ৬৪৩ জন। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনে।

 

আর এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন। মোট শনাক্ত ১৭ কোটি ছুঁইছুঁই, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৭১৮ জনে।

টানা তৃতীয় দিনের মতো দু’হাজারের ওপর মৃত্যু দেখল ব্রাজিল। ২৪ ঘণ্টায় সাড়ে ৬৬ হাজার মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। লাতিন দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৫৫ হাজারের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবারও ৬২০ জনের মৃত্যু হয় করোনায়। সাড়ে ২৩ হাজার মানুষের শরীরে অস্তিত্ব পাওয়া যায় ভাইরাসটির। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এখনও সাড়ে ৫শ’র মতো দৈনিক প্রাণহানি। লাতিন দেশগুলোয় বাড়ছে করোনার বিস্তারও।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, মে ২৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।