ঢাকা, শনিবার, ১৭ চৈত্র ১৪২৯, ০১ এপ্রিল ২০২৩, ০৯ রমজান ১৪৪৪

আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় আরও ৪১৯৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ২২, ২০২১
ভারতে একদিনে করোনায় আরও ৪১৯৪ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে। আগের দিনের তুলনায় অবশ্য কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

তবে তা এখনো রয়েছে আড়াই লাখের ওপরে।

শনিবার (২২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা গত শুক্রবারের (২১ মে) তুলনায় প্রায় দুই হাজার কম। সর্বশেষ এ সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ১৯৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৫ হাজার ৫২৫ জনে। এর আগে শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চার হাজার ২০৯ জন মারা গিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ২২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa