ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে মৃত্যু বেড়ে ২৪৩, আহত ১৯১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ২১, ২০২১
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে মৃত্যু বেড়ে ২৪৩, আহত ১৯১০ ছবি: সংগৃহীত

সংঘাত থেমেছে ১১ দিন পর। কিন্তু এরমধ্যে গাজায় ইসরায়েলের বোমা হামলায় প্রাণ গেছে অসংখ্য ফিলিস্তিনির।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ জনে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ।

খবরে বলা হয়, সংঘাতে ২৪৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। এদের মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। রয়েছেন অনেক নারীও। আর আহত হয়েছেন ১৯১০ জন।

১০ মে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। এরপর হামাসও গাজা থেকে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৩৬৯টি রকেট নিক্ষেপ করে। এসব হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়। সংঘর্ষের ১১তম দিনে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২১, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।