ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চাইলো ফ্রান্স ও মিশর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ১৭, ২০২১
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চাইলো ফ্রান্স ও মিশর

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে যুদ্ধবিরতি চাইলো ফ্রান্স ও মিশর।

সোমবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

এক বিবৃতিতে ইলিশি প্যালেস জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও আবদুল ফাত্তাহ আল-সিসি চলমান সহিংসতা ও বেসামরিক জনগণের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

তারা ‘দ্রুত যুদ্ধবিরতি’ বাস্তবায়নের জন্য একমত এবং মিশর, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তাদের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিশরের প্রেসিডেন্ট সুদানের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্যারিসে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ