ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরাইলে হামাসের রকেট হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মে ১৬, ২০২১
ইসরাইলে হামাসের রকেট হামলায় নিহত ১

ঢাকা: ইসরাইলের রামাত গান শহরে হামাসের রকেট হামলায় এক ইসরাইলি নিহত হয়েছেন।

শনিবার (১৫ মে) বিকেলে ৩০টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

এই হামলায় ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলীয় রামাত গান শহরে ওই ইসরাইলি নিহত হন।

গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় অন্তত আট শিশু ও দুই মহিলা নিহত হওয়ার পর হামাস এই হামলা প্রথম চালালো। আরব-ইসরাইল শহর তাইবে এবং পশ্চিম তীরের রামাল্লাহ ও তুলকারেম শহরেও হামাস রকেট হামলা চালায়।

উল্লেখ্য, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের ৬ষ্ঠ দিনে হামাস জোরালো হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত প্রায় ২০০ রকেট ছুঁড়েছে তারা।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মে ১৬, ২০২১
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।