ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লৌহ আকরিকের দাম বাড়িয়েছে অস্ট্রেলিয়া, উদ্বিগ্ন চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ১০, ২০২১
লৌহ আকরিকের দাম বাড়িয়েছে অস্ট্রেলিয়া, উদ্বিগ্ন চীন

চীন অদূর ভবিষ্যতে তার ইস্পাতের চাহিদা কমানোর দিকে যেতে পারে, কারণ বৃহত্তম সরবরাহকারী অস্ট্রেলিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লৌহ আকরিকের উচ্চ দাম নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইস্পাত খাত ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন।

সরকারকে বাজারের ত্রুটি এবং নীতি উন্নত করার আহ্বান জানানো হয়েছে।  

চীন চাহিদার অর্ধেকেরও বেশি লৌহ আকরিক অস্ট্রেলিয়া থেকে আমদানি করে থাকে। পৃথিবীতে এই দেশটিই সবচেয়ে বেশি লৌহ আকরিক ব্যবহার করে।  

এদিকে, কিছু বাজার বিশেষজ্ঞ বলছেন, বেইজিং এবং ক্যানবেরার মধ্যে বাণিজ্য বিরোধের কারণেই যে লৌহ আকরিক দাম বেড়েছে তা নয়।  

ইনভেস্টমেন্ট ম্যানেজার এএমপি ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ অলিভার বলেন, আমি মনে করি না যে লৌহ আকরিকের উচ্চ দাম দুই দেশের মধ্যে বাণিজ্য বিরোধের একটি কারণ।  

গত মাসে, অস্ট্রেলিয়া চীনের সাথে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি বাতিল করে। ফলে দুই দেশের মধ্যে শীতল লড়াই চলছে।  

গত বছরের এপ্রিল থেকে চীনের সঙ্গে অস্ট্রেরিয়ার সম্পর্ক নিম্নমুখী হতে থাকে। করোনা মহামারির উৎপত্তি সম্পর্কে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেওয়ায় বেইজিং ক্ষুব্ধ হয়।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ