ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাক সেনাবাহিনীর সমালোচনায় লাহোর হাই কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ৩, ২০২১
পাক সেনাবাহিনীর সমালোচনায় লাহোর হাই কোর্ট

অবৈধভাবে জমি দখলে জড়িত থাকার জন্য প্রতিরক্ষা আবাসন কর্তৃপক্ষের (ডিএইচএ) তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ কাশিম খান। তিনি আফসোস করে বলেছেন, সেনাবাহিনী ‘সবচেয়ে বড় জমি দখলকারী’ হয়ে উঠেছে বলে মনে হচ্ছে।

ডিএইচএর বিরুদ্ধে আদেশ চেয়ে তিন নাগরিকের করা একটি আবেদনের শুনানি করছিলেন প্রধান বিচারপতি, যাতে তারা ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ইটিপিবি) থেকে লিজ নিয়ে প্রাপ্ত জমি তাদের বৈধ দখলে ব্যাঘাত না ঘটায়।

প্রধান বিচারপতি দুঃখপ্রকাশ করে বলেন, সেনাবাহিনী উচ্চ আদালতের মালিকানাধীন একটি জমিও দখল করেছে।

তিনি জানান, তিনি এলএইচসি রেজিস্ট্রারকে এই বিষয়ে সেনাপ্রধানকে একটি চিঠি লেখার নির্দেশ দেবেন।  

ডিএইচএর কৌঁসুলি আলতাফুর রেহমান খান উচ্চ আদালতের জমি দখলের বিষয়ে তার অজ্ঞতা প্রকাশ করেন।

এতে প্রধান বিচারপতি বলেন, লাহোরের কর্পস কমান্ডারকে এই সত্য যাচাইয়ের জন্য তলব করা যেতে পারে।

প্রধান বিচারপতি বলেন, তিনি সেনাবাহিনী সম্পর্কে কোনো ভুল বলেননি এবং সর্বশক্তিমান আল্লাহ তাকে সত্য কথা বলতে বাধ্য করেছেন।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ০৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।