ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

১৭ মে থেকে সৌদি আরব যেতে পারবেন বিদেশি নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
১৭ মে থেকে সৌদি আরব যেতে পারবেন বিদেশি নাগরিকরা

আন্তর্জাতিক ফ্লাইট চালু করার নতুন সময় জানিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটি চলতি বছরের ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু শুরু করবে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) জনসংযোগ দপ্তরের মহাপরিচালক খালেদ বিন আবদুল কাদের তাশ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

বিষয়টি জানিয়েছে সৌদি গেজেট, আল অ্যারাবিয়ার।

খালেদ বিন আবদুল কাদের তাশ জানান, সৌদি উড়োজাহাজ কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনা অনুসারে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া। ১৭ মে থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।

উড়োজাহাজ চলাচল শুরুর বিষয়টি যাত্রীদের মনে করিয়ে দিতে সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি স্যুটকেসের ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে।  

ওই পোস্টে বলা হয়েছে, আপনি কি ব্যাগ গোছানো শুরু করেছেন?

করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক প্লেন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।  

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।