ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আলোচনার প্রস্তাব উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
আলোচনার প্রস্তাব উত্তর কোরিয়ার

সিউল: দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক পর্যায়ে আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার বার্তাসংস্থা ইয়োনহাপ সামরিক কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।



ওই বার্তাসংস্থাটির মতে, পিয়ংইয়ং বুধবার কার্যকর পর্যায়ে সামরিক যোগাযোগের মাধ্যমে আলোচনার প্রস্তাব করেছে। আলোচনা অনুষ্ঠিত হবে সীমান্তবর্তী অস্ত্রবিরতির আওতাভুক্ত গ্রাম পানমুনজমে।

সম্পর্ক উন্নয়নের পদপে হিসেবে গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার একটি মাছধরা নৌকা ছেড়ে দেয় পিয়ংইয়ং। গত মাসে কয়েকজন ক্রুসহ নৌকাটিকে আটক করা হয়েছিলো। বিচ্ছিন্ন পরিবারগুলোর একত্রীকরণের ব্যাপারেও আলোচনার প্রস্তাবও দিয়েছে পিয়ংইয়ং। একইসঙ্গে বন্যা-আক্রান্ত মানুষদের জন্য সিউলের ধান ও সিমেন্ট সহায়তা নিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।