ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২২ মার্চ) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

রোববার (২১ মার্চ) ফক্স নিউজকে এ কথা জানান ২০২০ সালের মার্কিন নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার। আগামী দুই-তিন মাসের মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করছেন, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মিলার।

চলতি বছরের শুরুতে সহিংসতা উসকে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমে নিষিদ্ধ হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিজেই একটি মাধ্যম গড়তে যাচ্ছেন। মিলার জানান, টুইটার, ফেসবুকের চেয়ে সামাজিক যোগাযোগের আরও বড় মাধ্যম ট্রাম্প গড়ে তুলবেন বলে আশা করছেন তার অনুসারীরা।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ