ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের গোপন আস্তানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের গোপন আস্তানা

দক্ষিণ কাশ্মীরের পুলওযামা জেলায় হিজবুল মুজাহিদিনের একটি গোপন আস্তানা ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।  

সরকারি সূত্র বলছে, ত্রাল নামের ওই বনাঞ্চলে একটি জঙ্গি আস্তানার উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের পর যৌথ অভিযান চালানো হয়।

 

তারা বলেছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী বন এলাকায় একটি জঙ্গি আস্তানা খুঁজে পায় এবং তা ধ্বংস করা হয়। ওই আস্তানা থেকে খাদ্য, পাত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে সেগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

জানা গেছে, এ বিষয়য়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জঙ্গিদের এই গোপন আস্তানা স্থাপনে যারা সাহায্য করেছে তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়েছে। সূত্র: ইন্ডিয়াব্লুমস

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad