ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্বে করোনা জয়ের সাফল্য এলে তা ভারতের: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বিশ্বে করোনা জয়ের সাফল্য এলে তা ভারতের: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তার দেশে করোনা টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।  

ভারত টিকা কূটনীতির অধীনে এরইমধ্যে ২০টি দেশকে টিকা উপহার দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ট্রুডো ভারত থেকে কোভিড-১৯ টিকার জন্য কানাডার প্রয়োজনীয়তার কথা মোদীকে জানিয়েছেন। মোদী তার পক্ষ থেকে কানাডার প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে ভারত কানাডার টিকা কর্মসূচিতে সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, যেমনটা অন্য অনেক দেশের জন্য করা হয়েছে।

মোদীর প্রশংসা করে ট্রুডো বলেন, বিশ্ব যদি করোনা জয় করতে সক্ষম হয়, তাহলে তা হবে ভারতের অসাধারণ ফার্মাসিউটিক্যাল ক্ষমতা এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের কারণে। ভারতের প্রধানমন্ত্রী ট্রুডোকে তার আবেগের জন্য ধন্যবাদ জানান।  

এই দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং করোনা মহামারির অর্থনৈতিক প্রভাবের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

নেতারা এই বছরের শেষের দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে একে অপরের সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ