ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইমরান আলোচনায় বসতে মিনতি করছেন: মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ইমরান আলোচনায় বসতে মিনতি করছেন: মরিয়ম মরিয়ম নওয়াজ

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ দাবি করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন সরকার আলোচনায় বসার জন্য বিরোধী দলকে বার বার অনুরোধ করছে, কিন্তু বিরোধী দল কোনো ধরনের আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিকদের মরিয়ম বলেন, ‘আপনারা বিস্তারিত জানলে অবাক হবেন যে, তারা (সরকার) কীভাবে আলোচনায় বসার জন্য বিরোধী দলের কাছে আকুতি-মিনতি করছে।

পাকিস্তানের ১০ রাজনৈতিক দলের পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) সিদ্ধান্ত নেওয়ার পরই সংসদ থেকে বিরোধী দল পদত্যাগ করবে বলেও জানান মরিয়ম।

২০২১ নির্বাচনের বছর হতে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘অযোগ্য এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। ’

সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করার জন্য গত মাসে ১০টি প্রধান বিরোধী দল ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট’ (পিডিএম) নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।