ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা টিকার জন্য মোদীকে ধন্যবাদ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
করোনা টিকার জন্য মোদীকে ধন্যবাদ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলে ২০ লাখ ডোজ করোনা টিকা ‘কোভিশিল্ড’ পাঠানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

সম্প্রতি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, বিশ্বব্যপী প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার প্রচেষ্টায় ভারতের মতো সঙ্গীকে পেয়ে ব্রাজিল সম্মানিত।

ভারত থেকে ব্রাজিলে টিকা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ।

জাইর বোলসোনারোর টুইটকে স্বাগত জানিয়ে টুইট করতে ভোলেননি মোদী। টুইটের উত্তরে নরেন্দ্র মোদী অপর এক টুইট বার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট বোলসোনারো এই সম্মান আমাদের। কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াই করার জন্য আপনি আমাদের বিশ্বাসযোগ্য সঙ্গী মনে করেছেন। ভবিষ্যতে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে এভাবেই নিজেদের শক্তিশালী করে তুলবো।

এর আগে জানুয়ারি শুরুর দিকে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জরুরী ভিত্তিতে ২০ লাখ করোনার টিকা চেয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। সে চিঠির উত্তরে সাড়া দিয়ে ব্রাজিলে তাদের চাহিদা মতো টিকা পাঠায় ভারত।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।