ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বলিভিয়ায় নিরঙ্কুশ জয়ের পথে নিষিদ্ধ মোরালেসের প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
বলিভিয়ায় নিরঙ্কুশ জয়ের পথে নিষিদ্ধ মোরালেসের প্রার্থী নিজের সম্ভাব্য জয়ের খবরে উল্লাস প্রকাশ করছেন লুইজ আরসে

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখনও গণনা চলছে। তবে বুথ ফেরত জরিপ বলছে, নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দল মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টির (এমএএস) প্রার্থী।

এ নির্বাচনে ইভো মোরালেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।  

গার্ডয়ানের খবরে বলা হয়েছে, বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, এমএএস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ৫৭ বছর বয়সী লুইজ আরসে ৫২ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। লুইজ আরসে পূর্বসূরি ইভো মোরালেসের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে লুইজ আরসের প্রধান প্রতিপক্ষ মধ্যপন্থী সিটিজেনস কমিউনিটির নেতা ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট।

২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর সহিংস বিক্ষোভ শুরু হয় বলিভিয়ায়। এ অবস্থায় সেনাবাহিনীর চাপে নির্বাসনে যেতে বাধ্য হন বামপন্থী নেতা ও দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেস। এবারের নির্বাচনে তাকে নিষিদ্ধ করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।