ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মারা গেলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
মারা গেলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং। ছবি: সংগৃহীত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং মারা গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে দিল্লির সেনা হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতাল সূত্র জানায়, গত ২৫ জুন থেকে তার চিকিৎসা চলছিল। সেপসিস এবং মাল্টিঅর্গান ডিসফাংশন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। রোববার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করে এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশের সেবা করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর সরকারে তিনি অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমি শোকাহত। ’

ভারতের সেনাবাহিনীর সাবেক মেজর যশোবন্ত সিং বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।