ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ পাঞ্জাবে নারীদের হয়রানির ঘটনা বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
দক্ষিণ পাঞ্জাবে নারীদের হয়রানির ঘটনা বাড়ছেই প্রতীকী ছবি

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে গত দুই মাসে নারীদের ব্ল্যাকমেইল এবং হয়রানির ঘটনা বেড়েই চলেছে।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ‘দ্য নিউজ’।

এফআইএর সাইবার ক্রাইম সেল এর সহকারী পরিচালক হাসান জলিল মালিক জানান, গত দুই মাসে এফআইএ নারীদের ব্ল্যাকমেইল এবং হয়রানির শিকার হওয়ার প্রায় ৫০টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১০টির বেশি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং ১৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২৫টি অভিযোগের তদন্ত শুরু হতে যাচ্ছে।

তিনি জানান, অন্তত ১৫টি অভিযোগ পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে বাতিল হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।