ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্লোরিডায় হ্যারিকেন ‘সালি’র আঘাত, কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
ফ্লোরিডায় হ্যারিকেন ‘সালি’র আঘাত, কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হ্যারিকেন ‘সালি’। এই হ্যারিকেনের কারণে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বাসে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।

হুমকি আরো বাড়তে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা আরো জানিয়েছেন, হ্যারিকেনের কারণে প্রচুর বৃষ্টি এবং বাতাস হচ্ছে। ফ্লোরিডার সড়ক  প্লাবিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, আলাবামা, ফ্লোরিডা ও মিসিসিপি অঙ্গরাজ্যে  জরুরি অবস্থা জারি করা হয়েছে। । করোনা প্রকোপের কারণে এই দুর্যোগে জরুরি সেবা দেওয়ার কাজ কঠিন হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।  
 
তবে ঝড়ের গতিবেগ স্লো, প্রতি ঘণ্টা মাত্র ৭ কিলোমিটার। তবে তীব্র বৃষ্টিপাতের সঙ্গে উপকূলীয় রাজ্যগুলোকে প্লাবিত করেছে হ্যারিকেন ‘সালি’।
 
জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) আলাবামার ফ্লোরিডার টালাহাসি থেকে মোবাইল বে পর্যন্ত বন্যার খবর দিয়েছে।  
হারিকেন ‘সালি’ আটলান্টিক মহাসাগরের বেশ কয়েকটি ঝড়ের মধ্যে একটি।
 
বুধবার হোয়াইট হাউজের প্রেস সচিব কালেহি ম্যাকেনি বলেছেন, উপসাগরীয় উপকূলে ঝড় অব্যাহত রয়েছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন "সম্পূর্ণরূপে নিযুক্ত" রয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।