ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতকে উসকানি দিতে চাইছে চীন: মার্কিন গোয়েন্দা বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
ভারতকে উসকানি দিতে চাইছে চীন: মার্কিন গোয়েন্দা বিভাগ প্যাংগং লেক

মার্কিন গোয়েন্দা বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, প্যাংগং লেকের দক্ষিণ তীরে চীন যে সীমা লঙ্ঘন করেছে, ভারতকে উসকানি দেওয়ার লক্ষ্যে ইচ্ছে করেই তা করেছে দেশটি।

এসময় ভারতীয় সেনাদের সঙ্গে শারীরিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে চীনা সেনাদের সরিয়ে নেন চীনের স্থানীয় কমান্ডার।

এতে তার ওপর ক্ষেপেছে বেইজিং।

প্যাংগং সো অঞ্চলটি হিমালয়ে অবস্থিত, যা ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ওই অঞ্চলে ঘাঁটি স্থাপনের চেষ্টা করে চীন।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়, জুনে গলওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা এবং অজ্ঞাতনামা চীনা সেনারা প্রাণ হারানোর পর ভারতীয় সেনাবাহিনী চীনা উসকানির মুখোমুখি হওয়ার জন্য আরও ভালো ভাবে প্রস্তুত হয়।

তাছাড়া, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং স্থানীয় বিশ্লেষকরা চীনের সবশেষ সীমা লঙ্ঘনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, কেননা চীন বারবার বলতে চায়, তারা উত্তেজনা প্রশমনে ইচ্ছুক।

গোয়েন্দা মূল্যায়নে বলা হয়, ‘আমরা চীনাদের কর্মকাণ্ডের সময়জ্ঞানে হতবাক হয়েছি। তবে বেইজিং নিজের পায়ে গুলি করলেও অবাক হওয়ার কিছু নেই। ’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।