ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে বাড়ি নির্মাণে সরকারি সহায়তা পেলেন ১২ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
কাশ্মীরে বাড়ি নির্মাণে সরকারি সহায়তা পেলেন ১২ হাজার মানুষ ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার প্রায় ১২ হাজার মানুষ এখন নিজেদের বাড়িতে বাস করার স্বপ্ন দেখতে পারবেন। প্রধানমন্ত্রীর আবাস যোজনা (পিএমএওয়াই) প্রকল্পের আওতায় ইতোমধ্যে তারা প্রত্যেকে ৫০ হাজার রুপির প্রথম কিস্তি পেয়েছেন।

একজন কর্মকর্তা বলেছেন, এ প্রকল্প থেকে উপকৃত হবে, এমন শতভাগ লোকের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।

পল্লী উন্নয়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেভেলপমেন্ট সুশিল কুমার খাজুরিয়া বলেন, ‘আমরা শতভাগ কভারেজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। জেলার ১২ হাজার জনকে প্রথম কিস্তি দেওয়া হয়েছে। ’

খাজুরিয়া বলেন, ‘পিএমএওয়াই প্রকল্পটি জম্মু ও কাশ্মীর প্রশাসনের সাহায্যে এ অঞ্চলের জনগণকে নিজস্ব বাড়ি তৈরি করতে সহায়তা করছে। দরিদ্রদের জন্য এটি বড় একটি স্বস্তি যেহেতু তারা পাকা বাড়িতে নিরাপদে থাকতে পারবে। ’

এদিকে, পঞ্চায়েত কর্মকর্তা আবদুল খব্বির বলেন, ‘কেন্দ্রের দেওয়া আদেশগুলো এখানে উন্নয়ন ত্বরান্বিত করেছে। ’

তিনি বলেন, বর্তমানে ১৫টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। আমরা আশা করছি, আগামী দু’ বছরের মধ্যে সব কাঁচা ঘর পাকা করতে পারবো। ’

প্রথম কিস্তির পর লোকেরা এসবিএমের অধীনে আরও ১২ হাজার টাকা পাবেন বলে জানান তিনি।

এদিকে প্রথম কিস্তি পেয়ে মোহাম্মদ রাজাক বলেন, ‘জম্মু ও কাশ্মীর প্রশাসন পাকা বাড়ি তৈরির জন্য অর্থ দিয়ে আমাদের সহায়তা করেছে। ’

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।