ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে গ্যাসপাইপ বিস্ফোরণে নিহত ১০, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০
ইরানে গ্যাসপাইপ বিস্ফোরণে নিহত ১০, আহত ১৬

তেহরান: ইরানের উত্তরপূবাঞ্চলীয় শহর মাশহাদের কাছে একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে ১০ ব্যক্তির প্রাণহানি ঘটেছে।

এ সময় আরো ১৬ ব্যক্তি আগুনে পুড়ে আহত হয়।

রাষ্ট্র পরিচালিত ইরান গ্যাস ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলীরেজা ঘারাবি সংবাদমাধ্যমকে জানান, ‘বিস্ফোরণে ৯ থেকে ১০ ব্যক্তি প্রাণ হারান এবং কর্মরত ১৬ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে মাশহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানান, তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন শহর মাশহাদের কাছে খানগিরান  পাইপলাইন থেকে গ্যাস নেওয়ার সময় একটি যান্ত্রিক বেলচার আঘাত লাগলে বিস্ফোরণ ঘটে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।