ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে কোরবানি দেয়ায় ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
পাকিস্তানে কোরবানি দেয়ায় ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা সংগৃহীত

আহমদী সম্প্রদায়ের ওপর ইসলামী রীতি অনুসরণে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে সম্প্রদায়ের তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

একটি মাদ্রাসার কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে গত রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের টোবাটেক জেলার পীরমহল থানায় মামলাটি দায়ের হয়।

জামিয়া উমর ফারুক মাদ্রাসার প্রশাসক মুফতি আবিদ ফরিদ তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ঈদুল আজহায় স্থানীয় এক অলঙ্কার ব্যবসায়ী ও তার দুই ছেলে একটি গরু কোরবানি দিয়ে সুন্নিদের মাঝে মাংস বিতরণ করেন। তারা আরব ইসলামিয়া তাজবীদুল কুরআন নামের একটি মাদ্রাসায় পশুটির চামড়াও দান করেছিলেন।

এটা করে অভিযুক্তরা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন বলে অভিযোগ করেন মাদ্রাসা কর্মকর্তা মুফতি আবিদ ফরিদ।

মামলায় এখন অবধি কাউকে গ্রেফতার করা না হলেও পুলিশ জানিয়েছে মামলার তদন্ত কাজ চলছে।

অন্য আরেক মামলায় পুলিশ জানিয়েছে, পাসরুরের মেইন বাজার চাওয়িন্দায় ইসলাম অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে ফলোরা থানা পুলিশ ২৯৫-এ এবং ২৯৮-সি ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতার ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

এফআইআর অনুসারে, গ্রেফতার ব্যক্তি ব্যবসায়ীদের সামনে ধর্মকে অবমাননা করেন। ব্যবসায়ীরা তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছেন।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।