ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভারী বর্ষণ, ট্রেন-অফিস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
মুম্বাইয়ে ভারী বর্ষণ, ট্রেন-অফিস বন্ধ ছবি: সংগৃহীত

প্রবল ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে স্থানীয় ট্রেন, যার মাধ্যমে মুম্বাইয়ের ২ কোটি অধিবাসী যাতায়াত করেন, তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে জরুরি সেবা ছাড়া সব ধরনের কার্যালয় বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সোমবার (৩ আগস্ট) রাত এবং মঙ্গলবার সকালে প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবং এর আশপাশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মুম্বাই ছাড়া মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগড় এবং রত্নাগিরি জেলায় বুধবার (৫ আগস্ট) পর্যন্ত সতর্কতা জারি থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad