ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৬ পুলিশ কর্মকর্তাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০
কলম্বিয়ায় ৬ পুলিশ কর্মকর্তাকে হত্যা

কলম্বিয়া: কলম্বিয়ার ইকুয়েডর সীমান্তবর্তী এলাকায় গেরিলা একটি সংগঠনের হামলায় কমপক্ষে ৬ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

দ্য ফার্ক নামে একটি গেরিলা গোষ্ঠী পুটুমাইও অঞ্চলের একটি পুলিশ স্টেশনে বিস্ফোরক ও গ্যাসভর্তি একটি ডিভাইস দিয়ে হামলা চালালে এ কর্মকর্তারা নিহত হয়।



একটি জঙ্গলকে ঘিরে এখন গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে ২ গেরিলার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়া মানুয়েল সানটোস দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৩০ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফার্ক ও ছোট একটি গ্রুপ ইএলএন নব নির্বাচিত প্রেসিডেন্টকে দেখাতে চাইছে যে, তাদের লড়ে যাওয়ার ক্ষমতা আছে।

এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট সানটোস জানান, সর্বশেষ হামলায় তার দৃঢ়তা মোটেও দুর্বল হয়নি।

তিনি বলেন, “তারা যদি ভেবে থাকে যে, এ ধরনের হামলা করে আমাদের দুর্বল করে দিচ্ছে, তাহলে তারা ভুল করবে। ” তিনি বলেন, “ আমরা আরো শক্তি ও দৃঢ়তা নিয়ে আমরা এর জবাব দেবো। আমরা আমাদের দেশে শান্তি না আসা পর্যন্ত এক মুহূর্তের জন্যও বসে থাকবো না। ”

ফার্ক বিদ্রোহীরা কলম্বিয়া ও ইকুয়েডরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী সেতুর কাছের শহর সান মিগুয়েলের পুলিশ স্টেশনে এ হামলা চালায়।

এ হামলার পর দ্বিপাক্ষিক নিরাপত্তা কমিশন তদন্ত করে দেখছে যে, হামলাটি ইকুয়েডর থেকে করা হয়েছে কিনা।

পুলিশ কর্মকর্তাদের হত্যার পর সেনাবাহিনী ও বিমান জঙ্গলে অভিযান চালানোর জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।