ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মিসিসিপির অন্তত ২৬ সংসদ সদস্য করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
মিসিসিপির অন্তত ২৬ সংসদ সদস্য করোনা আক্রান্ত

আমেরিকার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য মিসিসিপির ১৭৪ সংসদ সদস্যের মধ্যে অন্তত ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও অঙ্গরাজ্যের পার্লামেন্ট ‘ক্যাপিটল ইন জ্যাকসন’র আরও ১০ কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

বুধবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে মিসিসিপির গভর্নর টেট রিভস রাজ্যবাসীকে অনুরোধ জানিয়ে বলেছেন, সম্প্রতি কেউ যদি আমাদের কোনো সংসদ সদস্যের সংস্পর্শে এসে থাকেন, যত দ্রুত সম্ভব তিনি বা তারা যেন করোনা পরীক্ষা করান।

 

রিভস বলেন, সম্ভবত আমাদের আবারও কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও বাইরে মাস্ক পড়ে চলাচলের বিধিনিষেধ চালু করতে হবে।  

‘আমরা যে পরিস্থিতির ব্যাপারে আশঙ্কা করছিলাম, তা আমাদের সামনে এসে পড়েছে। অনুগ্রহ করে নিজেকে নিরাপদ রাখুন। নিরাপদ রাখুন ভালোবাসার মানুষদের। দয়া করে মাস্ক পরুন আর যতোটা সম্ভব বাসাতেই থাকার চেষ্টা করুন। ’  

বেশ কয়েক সপ্তাহ কঠোর বিধিনিষেধ মেনে চলার পর কিছুদিন আগে সে সব শিথিল করে মিসিসিপি। এতে নতুন করে সেখানে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সার্বিক প্রেক্ষাপটে আবারও এ অঙ্গরাজ্যে কঠোর বিধিনিষেধের পথে হাঁটতে চলেছে।  

সরকারি হিসেবে মিসিসিপিতে এখন পর্যন্ত ৩২ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৮ জনের।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ