ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানি ৮৫ বন্দিকে মুক্তির ঘোষণা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
পাকিস্তানি ৮৫ বন্দিকে মুক্তির ঘোষণা ভারতের

নয়াদিল্লি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পারস্পরিক সম্প্রীতির নমুনা হিসেবে ভারত শুক্রবার ৮৫ জন পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে তাদের মধ্যে মাত্র ৭ জন এখন মুক্তি পাবে।



ভারতের অন্তত ৬টি কারাগারে আটক এসব বন্দির অধিকাংশই পাকিস্তানি জেলে।

পাকিস্তান এদের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মুক্তির এ আদেশ দেয়।

এদিকে, বৃহস্পতিবার গুজরাট রাজ্যের কারাগারে আটক ৫৮ জন বন্দির মুক্তির আদেশ দেওয়া হয়।

এছাড়া পাঞ্জাব, জম্মু ও কাশ্মির কারাগার থেকে ৭ জন করে, রাজস্থান থেকে একজন এবং দিল্লি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে দুইজন বন্দিকে।

অপরদিকে, গুজরাট কারাগারে আটক আরো তিনজন বন্দিকেও দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ।

পাকিস্তান আরো ৪৩ জন আটক জেলের তালিকা ভারতকে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।